ফের বিতর্কে আইপিএল

ছবি:

ফের বিতর্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) তবে এবারের বিতর্কটা খানিকটা ভিন্ন। ম্যাচ ফিক্সিং ??য়, এবারের বিতর্ক চেয়ারলিডারদের নিয়ে।
আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল যে চিয়ারলিডারদের সঙ্গে কোন ক্রিকেটারই মিশতে পারবেনা। এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চিয়ারলিডারদের তাদের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায় দিল্লী ডেয়ারডেভিলস।
জানা গিয়েছে, শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের পরই এই ঘটনা ঘটে। এরপরে থেকেই শুরু হয় নানা বিতর্ক।

দিল্লি ডেয়ারডেভিলসদের কর্তৃপক্ষ জানিয়েছে, পার্টির সময়ে চিয়ারলিডারররা ক্রিকেটারদের সঙ্গে কোন ভাবেই সংযুক্ত ছিলেন না। তাঁরা নিজেদের মতো করে এসেছিলেন। আবার খাওয়া সেরে ফিরেও গিয়েছিলেন।
তারা আরো বলেন, 'তবে দুর্নীতি দমন শাখা যেহেতু সাবধান করেছে, সেহেতু আমরা এ বিষয়ে বাড়তি নজর রাখব। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।'
তবে এই বিষয়ে তাদের বিপক্ষে এখনও কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। যতদূর জানা গিয়েছে, তাদের সতর্ক করেছে বিসিসিআই-এর অ্যান্টি কোরাপশন ইউনিট (এসিইউ)।
আর ভবিষ্যতে এমন কান্ড আবারও করলে তাদের বিপক্ষে কঠোর পদক্ষেপ করা হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দিল্লীকে। তাই আগামী মৌসুম থেকেই সতর্কে থাকতে হবে তাদের।