promotional_ad

ফের বিতর্কে আইপিএল

promotional_ad

ফের বিতর্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) তবে এবারের বিতর্কটা খানিকটা ভিন্ন। ম্যাচ ফিক্সিং ??য়, এবারের বিতর্ক চেয়ারলিডারদের নিয়ে।


আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল যে চিয়ারলিডারদের সঙ্গে কোন ক্রিকেটারই মিশতে পারবেনা। এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চিয়ারলিডারদের তাদের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায় দিল্লী ডেয়ারডেভিলস। 


জানা গিয়েছে, শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের পরই এই ঘটনা ঘটে। এরপরে থেকেই শুরু হয় নানা বিতর্ক।


promotional_ad

দিল্লি ডেয়ারডেভিলসদের কর্তৃপক্ষ জানিয়েছে, পার্টির সময়ে চিয়ারলিডারররা ক্রিকেটারদের সঙ্গে কোন ভাবেই সংযুক্ত ছিলেন না। তাঁরা নিজেদের মতো করে এসেছিলেন। আবার খাওয়া সেরে ফিরেও গিয়েছিলেন।


তারা আরো বলেন, 'তবে দুর্নীতি দমন শাখা যেহেতু সাবধান করেছে, সেহেতু আমরা এ বিষয়ে বাড়তি নজর রাখব। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।'


তবে এই বিষয়ে তাদের বিপক্ষে এখনও কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। যতদূর জানা গিয়েছে, তাদের সতর্ক করেছে বিসিসিআই-এর অ্যান্টি কোরাপশন ইউনিট (এসিইউ)।


আর ভবিষ্যতে এমন কান্ড আবারও করলে তাদের বিপক্ষে কঠোর পদক্ষেপ করা হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দিল্লীকে। তাই আগামী মৌসুম থেকেই সতর্কে থাকতে হবে তাদের।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball