promotional_ad

আইপিএলের মতো উইকেট চান আরিফুল

promotional_ad

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টাইগার স্কোয়াডে এই ফরম্যাটের ক্রিকেটে বিশেষজ্ঞ ক্রিকেটার হাতে গোনা কয়েকজন।


সম্প্রতি টি২০তে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হককে। বিপিএলের গত আসরে মারকুটে ব্যাটিংয়ের সাথে, ফিনিশিং করার দারুণ প্রতিভা দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। বল হাতেও পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্য রাখেন আরিফুল।


জাতীয় দলের হয়ে দুইটি টি২০ ম্যাচ খেলে ফেললেও এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে জাতীয় দলের ডেরায় নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে আগামী ম্যাচগুলোতে ভালো করতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।



promotional_ad

বুধবার জাতীয় দলের অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলন করেছেন আরিফুল। জাতীয় দলের সাথে অনুশীলনের সুযোগের পুরোটাই কাজে লাগাতে চান তিনি। বিশ্বাস রাখতে চান নিজের সামর্থ্যের উপর।


‘আমাদের পাওয়ার হিটার একটু কম। ধীরে ধীরে বের হচ্ছে। অনুশীলনের সুযোগ সুবিধা দেখেন। জাতীয় দলের বাইরে এত ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় না। জাতীয় দলের বাইরে থেকেও আমি এমন সুযোগ সুবিধা পাব না। যখন পাব না তখন আত্মবিশ্বাস কমে যাবে, পারফরম্যান্সও ভালো হবে না। প্রাকটিস সুবিধা বাড়ালে আমার মনে হয় ওই সামর্থ্য আছে।’


টি২০ ক্রিকেট মূলত ধুম ধারাক্কা ব্যাটিংয়ের খেলা। এখানে শুরু থেকেই মেরে খেলতে হয়। ফলে টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত পাওয়ার হিটারের প্রয়োজন। পাওয়ার হিটার সল্পতার কারণেই টি২০ ক্রিকেটে খুব একটা এগুতে পারেনি বাংলাদেশ।



আরিফুল এ কারণে আক্ষেপ করেছেন। তিনি মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আইপিএলের মতো উইকেট প্রয়োজন। বড় শট খেলা ব্যাটসম্যান তৈরি করতে ভালো উইকেটের প্রয়োজন বলেই বিশ্বাস তার।


‘আইপিএলের উইকেট অনেক ভালো। ২০০, ২১০, ২২০ রান উঠছে। আমাদের ঘরোয়া ক্রিকেটে দেখেন ২০০ রান হয় না। আমরা তাড়াই করি ১৫০—এরকম। ওরা ২০০ রান তাড়া করতে অভ্যস্ত। বিগ শটের জন্য ভালো উইকেট দরকার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball