চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লীগে উত্তরা

ছবি:

প্রথম বিভাগ ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। ফলে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লীগের খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে লীগ শেষ করা বিকেএসপি দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লীগে খেলবে। এদিকে, বুধবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে কাকরাইল বয়েজ ক্লাবের বিপক্ষে লীগে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো উত্তরা স্পোর্টিং ক্লাব।
অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে ম্যাচটি শেষ হয়নি। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ করে কাকরাইল বয়েজ ক্লাব। তারপর বৃষ্টি নামলে আর একটি বলও মাঠে গড়ায়নি।

বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। এর পরপরই শিরো??া জয়ের উল্লাসে মেতে ওঠে উত্তরার এই দলটি। উত্তরা স্পোর্টিং ক্লাব অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো যে তারা চ্যাম্পিয়ন হচ্ছে।
গত রবিবার বিকেএসপির বিপক্ষে উত্তরার ম্যাচটিও বৃষ্টির কারণে ড্র হয়। বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাবের ম্যাচে একটি বলও সেদিন মাঠে গড়ায়নি। সেদিনই ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম বিভাগের শিরোপা নিশ্চিত করে উত্তরা।
আর ২১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুই নম্বরে থেকে রানার্স আপ হয়ে প্রিমিয়ার লীগের টিকেট পায় বিকেএসপি। প্রিমিয়ার লীগের গত আসরে রেলিগেশনে পড়ে বাদ পড়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র।