যুক্তরাষ্ট্রে ক্রিকেট ব্র্যান্ড তৈরি করবে বাংলাদেশ-উইন্ডিজ

ছবি:

আগামী জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ব্র্যান্ড প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই দুই দল একে অপরের মুখোমুখি হবে।
আগামী ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ দল। আর আর ৫ আগস্ট একই ভেন্যুতে দুই দল একে অপরের বিপক্ষে খেলবে।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচটি মাঠে গড়াবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওয়ার্নার পার্কে। বাংলাদেশ দল এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এটা প্রথম নয়।

এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০১৬ সালে ভারতের বিপক্ষে এখানে খেলেছে ওয়েস্ট ইন্ডিজরা। যুক্তরাষ্ট্র জুড়েই রয়েছেন বাংলাদেশের অনেক প্রবাসী দর্শক। তাদের কথা ভেবেই এই যুক্তরাষ্ট্রে সিরিজে খেলতে রাজি হয়েছে বাংলাদেশ দল।
উত্তর আমেরিকায় ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আইসিসি আমেরিকা মেম্বার্স, ইউএসএ ক্রিকেট ও কানাডা ক্রিকেটের পার্টনারশীপে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই খেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধাণ নির্বাহী জনি গ্রেভ।
"আমাদের উদ্দেশ্য হলো আইসিসির সাথে আমেরিকা মেম্বার্স, ইউএসএ ক্রিকেট ও ক্রিকেট কানাডাকে সাথে নিয়ে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত ক্রিকেটকে একটি জনপ্রিয় খেলা হিসেবে তৈরি করা, সেখানকার ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের সরাসরি খেলা দেখা এবং সমর্থন করার সুযোগ তৈরি করে দেয়া।"