শঙ্কায় ইডেনের ভবিষ্যৎ

ছবি:

আন্তর্জাতিক কোন ম্যাচ আর নাও হতে পারে নিউজিল্যান্ডের ক্রিকেট স্টেডিয়াম ইডেন পার্কে। মূলত পুরনো দিনের ব্যবস্থাপনা এবং আর্থিক ক্ষতির কথা মাথায় রেখেই এই ধরণের সিদ্ধান্ত নেয়া হতে পারে।
১৯৩০ সাল থেকে স্টেডিয়ামটিতে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ধারণা করা হচ্ছে হয়তো আর কোন ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন নাও হতে পারে।
নিউজিল্যান্ড ক্রিকেট এই বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, একই শহর অকল্যান্ডের ওয়েস্টার্ন স্প্রিং স্টেডিয়ামে এখন থেকে ম্যাচগুলো আয়োজিত হবে।

অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম। বিশাল এই স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি রাগবি এবং ফুটবল ম্যাচও হয়ে থাকে।
২০০০ সালের পর থেকে এই স্টেডিয়ামে মাত্র ৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর ২০০৬ সালের পর মাত্র ৩টি ম্যাচ আয়োজিত হয়েছে এখানে।
এই ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, এই স্টেডিয়ামে বেশী ম্যাচ আয়োজন করতে পারছিনা যেকারণে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি বলেন,
'স্টেডিয়ামটি অনেক দূরে হওয়ার কারণে সেখানে খরচের কথা ভেবে অনেকেই জেতে চায়না। এই কারণে ম্যাচের সময় মাঠে বেশী দর্শকও হয়না। তাই আমরা বিকল্প ভাবছি।'