তবুও প্রশংসা পাচ্ছেন সাকিব

ছবি:

চেন্নাইকে একদম খাদের কিনারা থেকে উদ্ধার করে ফাইনালে নিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এদিন দলের পক্ষে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
তবে চেন্নাই জিতলেও শুরু থেকে তাদেরকে চাপের মধ্যে রেখেছিল হায়দ্রাবাদের বোলাররা। লো-স্কোরিং ম্যাচে শুরুতেই ওয়াটসনকে ফিরিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার ভুবনেশ্বর কুমার।
এরপর বোলিংয়ে এসে রশিদ খান এবং সিদ্ধার্থ কউল ধোনি বাহিনীকে আরও চেপে ধরেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিংয়ে গভিরতা থাকার কারণে নীচের সারির ব্যাটসম্যানদের অবদানে ম্যাচ জিতে চেন্নাই।

কিন্তু ম্যাচ হারলেও হায়দ্রাবাদের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। তিনি মনে করেন প্রত্যেক ম্যাচের মত এই ম্যাচেও হায়দ্রাবাদ দারুণ বোলিং করেছে।
এছাড়াও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও প্রশংসা করেন সাবেক এই ওপেনার। তবে শেষ বেলায় ফাফ ডু প্লেসিস যেভাবে দলকে জিতিয়েছেন সেটা সত্যি অবাক করেছে তাকে। আকাশ চোপড়ার ভাষায়,
'শুরুর দিকে সানরাইজার্স দারুন বোলিং করেছে। ওয়াটসনকে শুরুতেই বিদায় করেছেন ভুবনেশ্বর আর রশিদ খান এসে ধোনির উইকেট তুলে নিয়েছেন।
সাকিবও ভালো বোলিং করেছে। কিন্তু শেষের দিকে যখন উইকেট পরছিল তখন ফাফ ডু প্লেসিস দলের পক্ষে দাঁড়িয়েছে এবং দলকে জয় এনে দিয়েছে।'