promotional_ad

পাপনের কাঠগড়ায় টেস্টের টপ থ্রি

promotional_ad

গ্যারি কারস্টেন সম্প্রতি বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়, কোচ ও নির্বাচকদের সাথে আলোচনা করেছেন প্রধান কোচ প্রসঙ্গে। তাদের মত পর্যালোচনা করে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।


সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত একজন ব্যাটিং কোচের দরকার থাকলেও, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতার কারণে টেস্টের জন্য আলাদা কোচের কথা ভাবছে বিসিবিও।


নাজমুল হাসান মনে করেন টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে শট খেলার প্রবণতা বেশি। ফলে টপ অর্ডারের ব্যাটসম্যানদের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য হলেও একজন স্পেশালিস্ট কোচের দরকার। বিসিবি সভাপতি কোচ প্রসঙ্গে কথা বললেও কড়া সমালোচনা করেছেন সৌম্য, ইমরুল , লিটনদের।



promotional_ad

"আমাদের আসল দরকার ব্যাটিং কোচ। আপনি যদি দেখেন, বেশিরভাগ টেস্টে আমাদের প্রথম তিনজন ব্যাটসম্যান কি করবে  আমরা তা জানি না। তারপর মুশফিক-রিয়াদরা যখন আসে, তখন একটু ভারসাম্য থাকে। টপ অর্ডারে যারা আছে সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল আছে তারা বেশি শট খেলতে যায় শুরুতেই। টেস্টে এতো শট কেউ খেলে না।"


বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে টেস্ট খেলার ধৈর্য্য নেই বলেই মনে করেন তিনি। টেস্ট ক্রিকেটের মানসিকতাটা আলাদা। তাই এখানে একজন বিশেষায়িত কোচের প্রয়োজন মনে করছেন কারস্টেন। এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন,


"মাঝে মাঝে টেস্টে দেখি ছাড়ার বল ছাড়ছে, মারার বর মারছে। এতো ধৈর্য্য দেখায় কিভাবে? আমাদের এই ধৈর্য্যটাই নেই। আমি বলতে চাই টেস্টে মাইন্ডসেটটা সম্পূর্ণ আলাদা। সে (কারস্টেন) মনে করছে এখানে আরেকজন আলাদা কোচ হলে ভালো হয়।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball