ব্যাট হাতে ব্যর্থ সাকিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী।
আগে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। ইনিংসের প্রথম বলেই চাহারের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। আরেক ওপেনার শ্রীভাতস গোস্বামীও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ১২ রান করে এনগিদির বলে কট এন্ড বোল্ড আউট হয়েছেন। দলীয় ৩৬ রানে ব্যক্তিগত ২৪ করে সাজঘরে ফিরেছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসনও।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ১২ রান করে ব্রাভোর বলে ধোনীকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৬.৪ ওভারে হায়দ্রাবাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫০ রান।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস (একাদশ):
অম্বাতি রায়ুডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।