পরিবর্তন নেই হায়দ্রাবাদ একাদশে

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
এই ম্যাচে জিতেই ফাইনালে জায়গা করে নেয়ার সুযোগ রয়ে দু দলেরই। ইতিমধ্যে এই ম্যাচের টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী। ফলে আগে ব্যাটিং করবে হায়দ্রাবাদ।
এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে স্যাম বিলিংসের পরিবর্তে জায়গা পেয়েছেন শেন ওয়াটসন। অবশ্য হায়দ্রাবাদ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস (একাদশ):
অম্বাতি রায়ুডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।