কোচের সুরাহা আফগানিস্তান সিরিজের পর

ছবি:

চলতি বছরে জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরের আগেই দলে প্রধান কোচসহ, প্রয়োজনীয় কোচিং স্টাফদের নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচ নিয়োগে সহায়তা করতে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন গ্যারি কারস্টেন। আজ বাংলাদেশ ছাড়লেও, বিসিবির ছোটো তালিকায় থাকা কয়েকজন সম্ভাব্য কোচের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে তার। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
"আমার জানা মতে আজকে সে চলে যাবে। গিয়েও আরও কাজ করবে। আরও বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিবে। কারস্টেনের সাথে আমার যেমন কথা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমরা ফুল সেটআপ চাচ্ছি। এর মধ্যে প্রধান কোচও আছে।"

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে ২৪-২৫ তারিখে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজের পর পরই দলের কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিসিবির ছোটো তালিকায় থাকা কোচদের সাথে কথা বলবেন গ্যারি কারস্টেন। তারপর আবারও বাংলাদেশে এসে তাদের সাক্ষাৎকার নিবেন তিনি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেন নাজমুল হাসান পাপন।
"জুনের ২৪-২৫ তারিখের মধ্যে দল চলে যাবে। ১৫ তারিখের মধ্যে আমরা আশা করছি সব করতে পারবো। সবকিছু হিসাব করে সে আবারও আসবে। আমাদের কাছ থেকে সে যেসব নাম পেয়েছে আরও নতুন কয়েকজনের সাথে কথা বার্তা বলে। তাদেরকে ডাকবে এবং সে নিজেও আসবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।"
তাছাড়া, বিসিবি সভাপতি জানিয়েছেন আসন্ন আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টাইগারদের শ্রীলঙ্কা সফরেও একই দায়িত্ব পালন করেছেন এই ক্যারিবিয়ান।