ফের অভিষেক হচ্ছে আমারঃ বাটলার

ছবি:

প্রায় দুই বছর পর আবারও টেস্ট দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। দলে জায়গা পেয়ে অনেকটা অবাক হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।
আর এই সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি। একইসঙ্গে তার নতুন করে অভিষেক হচ্ছে বলে মনে করেন তিনি। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাটলার। তার ভাষ্য,
‘এটা আমার জন্য চমকপ্রদ, বিশেষ করে আমার ধারনার বাইরে ছিল। কিন্তু নির্বাচকদের রদবদলের কারণে আমি এরকম অবিশ্বাস্য সুযোগ পেয়েছি। এটা আমার কাছে আরেকটা অভিষেকের সমতুল্য।‘

অপরপক্ষে, এ বছরের শেষের দিকে ল্যাঙ্কাশায়ারের হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলার কথা ছিল ইংলিশ ব্যাটসম্যান বাটলারের। সেখানে লাল বলের ক্রিকেটে ভাল করার পরিকল্পনা ছিল তার। কিন্তু জাতীয় দলের হয়ে খেলবেন এমনটা তার ধারণা ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন,
‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেইনি কিন্তু আমি ভেবেছিলাম টেস্টে আর ফেরা হবে না। গ্রীষ্মের শেষের দিকে আমি ল্যাঙ্কাশায়ারের হয়ে অনেকগুলো টুর্নামেন্ট খেলব এবং সেটাই আমার দৃষ্টিতে ছিল। কিন্তু আপনি সব সময়ই ভাববেন যে দল থেকে বাদ পড়ে আবার দলে ফিরে আসা কঠিন।'
বলা বাহুল্য, এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন, করেছেন টানা পাঁচটি অর্ধশত। তবে টেস্ট দলে ডাক পড়াতে আইপিএল ছেড়ে আসতে হয়েছে তাকে, যেটা তার জন্য কঠিন ছিল। তিনি আরও জানান,
‘এটা খুব কঠিন ছিল, অর্ধেক পথে আইপিএল ছেড়ে আসা। এটা অসাধারণ একটি টুর্নামেন্ট ছিল এবং আমি সেখানে গত তিন বছর ধরে খেলছি, যা আমার ভাল লেগেছে।‘