উইন্ডিজ সফরের আগেই কোচ পাচ্ছে মাশরাফিরাঃ কারস্টেন

ছবি:

কোচ ইস্যু নিয়ে সমস্যা মেটাতেই বাংলাদেশে এসেছেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন। আর দেশে এসে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবি সভাপতির সঙ্গে।
বৈঠক শেষে বের হয়েই সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে। জানিয়েছেন আফগানিস্তান সিরিজের পর পরই নতুন কোচ পেতে যাচ্ছে টাইগাররা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সবার সঙ্গে আলোচনার পরই নিজের পর্যবেক্ষণ জানাবেন বিসিবিকে। এছাড়াও শীঘ্রই কোচ পাচ্ছে টাইগাররা বলেও জানান তিনি। কারস্টেনের ভাষায়,

'আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। তাদের মতামত জানার পর সিদ্ধান্ত নিতে সহজ হবে। এরপরই বোর্ড সভাপতির সঙ্গে বসবো।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হয়তো নতুন কোচের দেখা পাবো। আমার সব কাজের পর বিসিবিকে পর্যবেক্ষণ জানাতে পারবো।’
এদিকে বাংলাদেশে এসে তার কাজটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ আরও জানিয়েছেন, এই চ্যালেঞ্জ পার করতেই মুখিয়ে আছেন তিনি,
‘যে কোনও কাজই চ্যালেঞ্জিং। আমার এই কাজটিও চ্যালেঞ্জের। তবে আশা করছি এই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবো।’