অস্ট্রেলিয়ার উপর চটেছেন বিসিবি সভাপতি

ছবি:

ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ক্ষিপ্ত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ নিয়ে তাদের টালবাহানায় বিরক্ত হয়ে বসেছেন তিনি।
তাদের অপেশাদার আচরণই বিসিবি সভাপতির ক্ষোভের কারণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সিরিজ আয়োজন নিয়ে এমন টালবাহানার জন্য নাকি জবাব চাইবেন তাদের কাছে।
সম্প্রতি সময় সংবাদকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন এই বিসিবি সভাপতি। সেখানে তিনি বলেছেন, তিনি জানেন না অজিদের সমস্যা কোথায়। তিনি বলেন,

‘এখন সময় হয়েছে, বিষয়টি জানার যে, আসলে তাদের (অস্ট্রেলিয়ার) সমস্যাটা কোথায়। আমাদের এখানে আসতে গেলে ওদের সমস্যা, ওদের ওখানে আমাদের যাওয়া নিয়ে সমস্যা।’
পাপন আরও জানিয়েছেন আগামী বোর্ড মিটিংয়েই তাদেরকে প্রশ্ন করবেন কেন তারা বাংলাদেশের সাথে সিরিজ আয়োজন নিয়ে এমন অজুহাত দিচ্ছেন। তিনি আরও জানান,
‘অন্য কোন টিম নিয়ে তো এমন কথা শুনি না। ওদের কী চিন্তাধারা সেটা অন্তত জিজ্ঞাসা করা ইচ্ছা আমার আছে। আগামী বোর্ড মিটিংয়ে আমি অস্ট্রেলিয়াকে সরাসরি এই কথাটা জিজ্ঞাসা করবো।’
উল্লেখ্যঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি না হলে আগস্টে বিকল্প সিরিজ আয়োজন করার চিন্তা ভাবনা করছে বিসিবি। আর জাতীয় নির্বাচনের কারণে বিপিএল জানুয়ারিতে হলে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ডের।