আইপিএলে ব্যর্থদের একাদশে মুস্তাফিজ

ছবি:

চলতি আইপিএলে নিজেদের সেরাটা দিতে পারেননি অনেক ক্রিকেটারই। ভারী মূল্যে এসব ক্রিকেটারদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদান দিতে পারেননি তারা।
আর রাউন্ড রবিন পর্ব শেষে গ্রুপ পর্বের ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে চলতি আইপিএলের ব্যর্থ একাদশ প্রকাশিত হয়েছে। যে একাদশে জায়গা পেয়েছেন গেল কয়েক আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারও।
এছাড়াও হায়দ্রাবাদ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও আছেন চলতি আইপিএলের ব্যর্থ ক্রিকেটারদের এই একাদশে।

এবারের আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার বেন স্টোকসেরও জায়গা হয়েছে এখানে। মুম্বাই দলপতি রোহিত শর্মা চলতি আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি।
আর এই প্রথম কোন আইপিএল আসরে ৩০০'র নীচে রান করেছেন তিনি। তাই তাকেও এই একাদশে রাখা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের দলপতি রবিচন্দ্র অশ্বিনও জায়গা পেয়েছেন এখানে।
জয়দেব উনাদকাট ছিলেন আইপিএলের সবচেয়ে দামী ভারতীয় ক্রিকেটার। রাজস্থানের জার্সিতে সামর্থ্যের সবটুকু দিতে পারেননি এই পেসার। যেকারনে ব্যর্থদের এই একাদশে আছেন তিনিও।
আইপিএলের ব্যর্থ একাদশঃ ডি আর্চি শর্ট, মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, রিদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), সরফরাজ খান, বেন স্টোকস, হরভজন সিং, রবিচন্দ্র অশ্বিন, জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান।