promotional_ad

মুস্তাফিজের বিশ্রাম প্রাপ্য

promotional_ad

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। তবে, স্কোয়াডে থাকলেও দলের সাথে যোগ দেননি দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।


দুজনেই খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরে। সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে খেলা নিশ্চিত করলেও মুস্তাফিজরা শেষ চারের দৌঁড় থেকে ছিটকে গেছেন। ফলে আইপিএল মিশন শেষে সোমবার সন্ধ্যায় দেশেও ফিরেছেন মুস্তাফিজ।


তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নাকি কয়েকদিনের ছুটিতে যাবেন সেটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মুম্বাইয়ের জার্সি গায়ে টানা ৬ ম্যাচে মাঠে নামার পর বেশ কিছু ম্যাচে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তাকে। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছেন তিনি। 



promotional_ad

আফগানিস্তান সিরিজের আগে মুস্তাফিজ ছুটি চাইলে তা বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন, ‘তার বিশ্রাম প্রাপ্য। কারণ ওখানে ম্যাচ খেলেছে, অনুশীলন করেছে। আমাদের মনে হয় সবাই ভালো টাচে আছে।’


আসন্ন আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করার কথা থাকলেও, বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অনুপস্থিতিতে টাইগারদের অনুশীলনের দেখভাল করছেন সুজন। রোববার পর্যন্ত ফিটনেস ট্রেনার মারিো ভিল্লাভারায়নের অধীনে চলেছে কন্ডিশনিং ক্যাম্প।


সুজন জানিয়েছেন টি২০র কথা মাথায় রেখেই বোলিং-ফিল্ডিং করছে বাংলাদেশ দল, ‘টি-টুয়েন্টি মাথায় রেখেই বোলিং-ফিল্ডিং হচ্ছে। বোলাররা নতুন বলে কী ধরনের ফিল্ডিং সাজিয়ে নিয়ে বল করবে, পুরনো বলে কী করবে, ইত্যাদি। বৈচিত্রগুলো কি হচ্ছে। ব্যাটসম্যানদেরও একই, আক্রমণাত্মক খেলার অনুশীলন করছে। আপাতত সব ঠিকঠাক আছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball