সিরিজ জিতলেই র্যাঙ্কিং এগুবেঃ সুজন

ছবি:

গত বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলছে বাংলাদেশ দল। টেস্টেও উন্নতির ছাপ পড়েছে। তবে টি২০ ক্রিকেটে সেভাবে উন্নতি করতে পারছে না টাইগাররা। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্স করলেও র্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়েনি।
টি২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, অন্যদিকে আফগানিস্তান ৮ নম্বরে। আফগানদের বিপক্ষেই জুনে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে ভালো করে র্যাঙ্কিংয়ে উন্নতিতে নজর দেয়াই স্বাভাবিক বাংলাদেশ দলের।
তবে, বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন ভিন্ন কথা। র্যাঙ্কিংয়ের চেয়ে সিরিজ জেতাকেই বড় করে দেখছেন তিনি। বাংলাদেশ দল শ্রীঙ্খলা ধরে রাখলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন তিনি।

‘আমি ব্যক্তিগতভাবে র্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি। সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে এগুবো। এখন এসব মাথায় নিয়ে লাভ নেই। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোন কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং সব ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমদের শৃঙ্খলা ঠিক রাখি, ভালো ক্রিকেট খেলি তাহলে আমার মনে হয় যে কোন সময় আফগানিস্তানকে হারাতে পারি।’
আফগান দলে দুই স্পিনার অধিনায়ক রশিদ খান ও মুজিব উর রহমানের মতো দারুণ দুজন স্পিনার থাকলেও স্কিলের দিক থেকে বাংলাদেশ দলকেই এগিয়ে রাখছেন সুজন। রশিদ-মুজিবের ৮ ওভার ছাড়া বাংলাদেশ দলকে আরও ১২ ওভার মোকাবেলা করতে হবে। এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সুজন জানিয়েছেন,
‘আমরা ওইভাবে নিচ্ছি না। রশিদ, মুজিব ছাড়াও আমাদের ১২টা ওভার খেলতে হবে। ওই ১২ ওভার খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১২০টা বল খুব গুরুত্বপূর্ণ। আমরা ১২০টা বল ভালো খেলছি। আমি মনে করি স্কিলের দিক থেকে বাংলাদেশ ভালো দল আফগানদের হারানোর জন্য আসলে।’