promotional_ad

কে হবেন কারস্টেনের পছন্দের কোচ?

promotional_ad

চান্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের প্রধান কোচের পদটা খালি পড়ে আছে। তারপর 'এই আসছেন, আসছেন' করেও দেখতে দেখতে কেটে গেলো ছয় মাস। কিন্তু নতুন কোচের দেখা মিলেনি।


বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগে সহায়তা করতে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। তিনি আগেই জানিয়েছেন বিসিবির ‘ডিরেক্টর অব কোচিং’ পদে কাজ করবেন।  শুধু প্রধান কোচ এবং প্রয়োজনীয় অন্যান্য কোচিং স্টাফ নিয়োগসংক্রান্ত পরামর্শক হিসেবে।


কারস্টেনের সাথে কথা বলেই বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন, টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই এই প্রক্রিয়া শেষ করতে চান তারা, "আমাদের লক্ষ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আগে এই প্রক্রিয়া শেষ করা। এরপর কাজের প্রক্রিয়া বা পরিস্থিতি অনুসারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো।"



promotional_ad

বিসিবি একটি ছোটো তালিকা করেছে পছন্দের কোচদের নাম দিয়ে, তা কারস্টেনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই বিসিবি কর্মকর্তা। কারস্টেন ভারতে থেকেই বাংলাদেশের কোচের জন্য দৌঁড় ঝাঁপ শুরু করেছেন বলেও জানালেন তিনি।


"আমাদের কাছে যে নামগুলো আছে, তা আমরা তার (গ্যারি) কাছে পাঠিয়েছি। উনি বাংলাদেশে এসে কাজ করছেন, এ জন্য হয়তো মনে হচ্ছে উনি এখন কাজ করছেন। উনি কিন্তু ভারতে থাকতেও কাজ করেছেন। আমরা যে সব নাম তার কাছে পাঠিয়েছি, তাদের সঙ্গে উনি যোগাযোগ করছেন। উনার নিজের তালিকায় থাকা কোচদের সঙ্গেও তিনি আলোচনা করছেন।"


কোচ নিয়োগের একটি রূপরেখা তৈরি করেছে বিসিবি, দল পর্যালোচনা শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন সুজন, "এটা এখনই নয়। দল পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আমরা নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত কাজে হাত দিবো।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball