সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কারস্টেন

ছবি:

কোচ নিয়ে প্রায় ৬ মাসের বেশী সময় ধরে বিপাকে আছে বাংলাদেশ। তাই কোচের সমস্যা মেটাতে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেনকে বাংলাদেশে নিয়ে এসেছে বিসিবি।
তাই রবিবার বাংলাদেশে এসেছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ। রবিবার দেশে এসে সোমবার তিনি কথা বলেছেন কোচের সমস্যা নিয়ে।
আইপিএলের কারণে দেশে নেই টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। টি-টুয়েন্টি অধিনায়কের অনুপস্থিতিতে ওয়ানডে দলপতি এবং সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করছেন গ্যারি কার্স্টেন।

বেলা ১২টা থেকে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন তিনি। দুপুরের পর বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করবেন কার্স্টেন।
বাংলাদেশে আসার আগে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ভিরাট কোহলিদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেখানে ব্যাটিং এবং সহকারী কোচের ভুমিকায় কাজ করেছেন ভারতকে বিশ্বকাপ এনে দেয়া কারস্টেন।
উল্লেখ্য গত ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। তাঁর অধীনে সেবার বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছিলো তারা।
সুতরাং ভারতের বিশ্বকাপ বিজয়ী এই কোচকে পরামর্শক হিসেবে পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সমৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখবে তা বলাই বাহুল্য।