promotional_ad

মত পরিবর্তন করেছেন কারস্টেন!

promotional_ad

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সহকারি কোচ হিসেবে এবারের আইপিএলে দায়িত্ব পালন করেছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। তবে আইপিএলের প্লে অফে ব্যাঙ্গালুরু উঠতে না পারায় শেষ হয়ে গেছে কারস্টেনের আইপিএল মিশনও।


আর তাই রবিবার ভারত থেকে সরাসরি ঢাকায় উড়ে এসেছেন তিনি। মূলত কারস্টেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাব দিয়েছিলো ডিরেক্টর অফ কোচিংয়ের কাজ করতে।


তবে এরই মধ্যে নাকি এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন ভারতের বিশ্বকাপ বিজয়ী কোচ বলে জানা গেছে। বিসিবির একটি সুত্র থেকে আরো জানা গেছে কারস্টেন নিজেই জানিয়েছেন বিশেষ কিছু কারণে এই পদে কাজ করতে চাইছেন না তিনি।


পরিবর্তে শুধু মাত্র প্রধান কোচ এবং অন্যান্য কোচিং স্টাফ নিয়োগ-সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া তারকা।



promotional_ad

এদিকে কারস্টেনের ভূমিকা কি হবে সেই বিষয়ে এরই মধ্যে দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, 'প্রধান কোচ এবং অন্যান্য কোচিং স্টাফ নিয়োগের ব্যাপারে পরামর্শক হিসেবে কাজ করবেন কারস্টেন।'


এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছিলেন কারস্টেনের সাথে বিসিবির চুক্তির বিষয়টি। বোর্ড প্রধানের দেয়া তথ্য মতে জানা গিয়েছিলো মূলত বাংলাদেশ ক্রিকেট দলের পরামর্শক হিসেবেই যোগ দিতে যাচ্ছেন কারস্টেন।


পাশাপাশি বিসিবিকে প্রধান কোচ পাওয়ার ব্যাপারেও সাহায্য করবেন তিনি। বিসিবির দেয়া প্রস্তাবে নাকি রাজিও ছিলেন কারস্টেন। কিন্তু এবার ঢাকায় আসার পরেই জানা গেল এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তী এই ক্রিকেটার।


সুতরাং যারা কারস্টেনকে বাংলাদেশ দলের পরবর্তী কোচ হিসেবে ভাবতে শুরু করেছিলেন তারা এই সংবাদে যে অনেকটাই আশাহত হবেন তা সহজেই অনুমেয়।



সূত্র- প্রথম আলো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball