মুস্তাফিজ-বুমরাহদের দুষলেন রোহিত

ছবি:

শত চেষ্টার পরও প্লে-অফ খেলা হল না রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের। রবিবার দিল্লীর কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়নরা।
নেট রানরেট ভালো থাকায় সমীকরণ এমন ছিল যে জিতলেই শেষ চারে জায়গা পাবেন তারা। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাইয়ের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় তারুণ্য নির্ভর দিল্লী।
শুরুর দিকে আইপিএলে জয়ের দেখা পায়নি মুম্বাই। কিন্তু দ্বিতীয় ভাগে এসে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে হার্দিক-মারকান্ডেরা। কিন্তু শেষ বেলায় এসে প্লে-অফ নিশ্চিত করতে না পারায় হতাশ মুম্বাই দলপতি রোহিত শর্মা।

রবিবার দিল্লীর বিপক্ষে হারের পর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে এসে জানালেন, তার দলের বোলাররা আশানুরূপ পারফর্ম করেনি। যেকারণে স্কোরবোর্ডে দিল্লী ভালো স্কোর যোগ করেছে। রোহিত বলেন,
'বোলাররা ভালো করতে পারেনি। বোলিংয়ে উন্নতির প্রয়োজন ছিল আমাদের। তারা সেরাটা দিয়ে বোলিং করতে দিল্লী আরও ১০-১৫ রান কম করত হয়ত।
তবে কাটিং শেষের দিকে যেভাবে ব্যাট করেছে, আর একজন ব্যাটসম্যান তার সঙ্গে থাকলে ফলাফল আমাদের দিকে জেতেও পারত।'
এদিকে এবারের আসর থেকে শিক্ষা নিয়ে সামনের মৌসুমে ভালো কিছু করতে চান মুম্বাই দলপতি। তিনি আরও জানান,
'এখান থেকে অনেক কিছুই শিখার আছে। সামনের মৌসুমগুলোতে ভালো কিছু করতে চাই। আর পেছনে ফিরে তাকালে এবার আমরা অনেক কিছুই ঠিক ভাবে করিনি। দ্বিতীয় ভাগে এসে ভালো ক্রিকেট খেলেছি। এবারের আসর থেকে শিক্ষা নিতে চাই।'