promotional_ad

রাজস্থানকে প্লে-অফে নিল চেন্নাই

promotional_ad

মোহিত শর্মার ছোড়া বাউন্সারকে পুল করে ছক্কা হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেয়ার পাশাপাশি রাজস্থান রয়্যালসের প্লে-অফ নিশ্চিত করেন মহেন্দ্র সিং ধোনি। 


রবিবার আইপিএলের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে পাঁচ বল হাতে থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জয়ে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের।


ম্যাচে মাঠে নামার আগে সমীকরণ ছিল পাঞ্জাবকে অন্তত ৫৩ রানে জিততে হবে প্লে-অফে জায়গা করে নিতে। না হলে শেষ চারে জায়গা করে নিবে আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস।


এদিন টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চেন্নাই দলপতি। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারিয়ে বসে পাঞ্জাব। গেইলের বিদায়ের পর দ্রুত বিদায় নেন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এবং দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল।



promotional_ad

১৬ রানে ৩ উইকেট হারানো পাঞ্জাবের হাল ধরেন মনোজ তিওয়ারি এবং ডেভিড মিলার। তবে দলীয় ৭৬ রানে তিওয়ারি বিদায় নিলে আবারও বিপদে পরে পাঞ্জাব। এরপর বাকি ব্যাটসম্যানরা আসা জাওয়ার মাঝে থাকলেও একপ্রান্ত আগলে ধরে খেলতে থাকেন করুন নায়ার।


শেষ পর্যন্ত করুন নায়ারের ৫৪ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয় পাঞ্জাব। চেন্নাইয়ের পক্ষে লুঙ্গি এনগিডি ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। 


১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আম্বাথি রাইয়ুডুকে হারিয়ে বসে চেন্নাই। এরখানিক পর ফাফ ডুপ্লেসিস এবং স্যাম বিলিংসকে বিদায় করে পাঞ্জাবকে আশা দেখান অঙ্কিত রাজপুত।


তবে সেখান থেকে চেন্নাইয়ের হাল ধরেন অভিজ্ঞ সুরশ রায়না। বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে দলের পক্ষে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাঝে হরভজন সিং ১৯ এবং দিপক চহর দলের পক্ষে ৩৯ রান যোগ করেন।



শেষ পর্যন্ত রায়নার অপরাজিত ৬১ এবং ধোনির অপরাজিত ১৬ রানের উপর ভর করে ৫ উইকেটের জয় পায় চেন্নাই। পাঞ্জাবের পক্ষে অঙ্কিত রাজপুত ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball