আফগানিস্তানে এক একাডেমীতেই ১২৬ জন লেগ স্পিনার!

ছবি:

কয়েক দিন আগে লঙ্কান সাবেক লিজেন্ডারি স্পিনার মুত্তিয়া মুরালিধরণ এক সাক্ষাতকারে বলেছিলেন পাকিস্তান যেমন পেস বোলার তৈরি করে তেমনি আফগানিস্তান এখন স্পিনার তৈরি করছে।
আর মুরালির সেই বক্তব্যকে বাস্তবে প্রমাণ করলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি। তার দল ইতিমধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে।
রশিদ ছাড়াও আইপিএল মাতিয়ে বেড়াচ্ছেন আরেক আফগান স্পিনার মুজিব জাদরান। এছাড়াও ইনজুরির কারণে আইপিএল খেলা হয়নি চায়নাম্যান স্পিনার জহির খানের। তিন আফগান স্পিনার আইপিএলের এই আসরে ছিলেন।
একজন খেলতে না পারলেও বাকি দুইজন ঠিকই মাতিয়ে বেড়িয়েছেন আইপিএলে। আর সম্প্রতি এক সাক্ষাতকারে রশিদ খান জানিয়েছেন, আফগানিস্তান থেকে অনেক স্পিনার উঠে আসছে। তিনি বলেন,

'ইন্ডিয়া থেকে ভালো ভালো ব্যাটসম্যানরা উঠে আসছে। তারা এতোই ভালো যে লড়াই করছে নিজেদের মধ্যে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড থেকে ফাস্ট বোলার বা অলরাউন্ডার বের হয়ে আসছে। আমাদের দেশও এমন। আমাদের এখান থেকে লেগ স্পিনার অনেক বের হয়ে আসছে।
এটা খুব ভালো একটা দিক আমি মনে করি। অনেক ট্যালেন্ট বের হয়ে আসছে। আমিও লেগ স্পিনার তবে আমার ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আমাদের দেশে আপনি যে একাডেমীতেই যান না কেন সেখানে অনেক স্পিনার পাবেন।'
এদিকে রশিদ আরও জানান, গত বছরের আইপিএল শেষে তিনি এক একাডেমিতে গিয়ে দেখেন সেখানে ১২৬জন লেগ স্পিনার আছে। যা অবাক করেছিল তাকে। রশিদের ভাষায়,
'আমি গত বছর আইপিএল শেষে একটি একাডেমিতে গিয়েছিলাম। সেখানকার এক কোচ আমাকে বলেছিলেন যে আমাদের একাডেমিতে ১২৬ জন লেগ স্পিনার আছে। আপনাকে দেখেই এরা লেগ স্পিনার হচ্ছে।
শোনার পর আমি সত্যি অবাক হয়েছি। একটা একাডেমিতে যদি ১২৬জন লেগ স্পিনার থাকে তাহলে পুরো দেশে নাহলে কতজন আছে। এমনও আছে যে পেস বোলিং ছেড়ে লেগ স্পিনিং শুরু করেছে। '