প্রিমিয়ার লীগে বিকেএসপি

ছবি:

বিকেএসপি ২০০৯-১০ মৌসুমে প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অবশ্য এক মৌসুম খেলেই তাদের আবার বাদ পড়তে হয়েছিল তাদের।
সৌম্য-বিজয়-লিটন-নাসিররা যখন বিকেএসপির ছাত্র সেবারই সবশেষ এই জনপ্রিয় ঘরোয়া লীগে শেষ বারের মতো খেলে ছিল বিকেএসপি। এর পর আর তাদের খেলার সুযোগ হয়নি। দীর্ঘ আট বছর পর আবারও তারা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
রবিবার প্রথম বিভাগ লীগে রানার্সআপ রয়েছে দলটি। বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হলে প্রিমিয়ার লীগে খেলার টিকেট পায় বিকেএসপি।

ফলে উৎসবে মাতে আব্দুল কাইয়ুম তুহিনের দল। উত্তরা ক্লাবের খেলোয়াড়রাও আনন্দ উল্লাসে মেতেছেন। কারণ তাদের দলটি প্রথম বিভাগ লীগের শিরোপা জিতেছে। চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে প্রিমিয়ার লীগের আগামী আসরে তারাও খেলবে।
প্রথম বিভাগ লীগে এখনও দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। পয়েন্ট টেবিলে উত্তরা ক্লাব ২৫, আর বিকেএসপির ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। প্রিমিয়ার লিগ শেষ হতেই গত ৮ এপ্রিল মাঠে গড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। যাতে অংশ নেয় ২০টি ক্লাব।