ঢাকায় এলেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ

ছবি:

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আর সেই সিরিজটিতেই বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। সাকিবদের সঙ্গে কাজ করতে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। রোববার ( ২০ মে) রাত পৌনে ৯টায় তিনি ঢাকায় এসে পৌঁছান।
এরপর তিনি বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁর উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

সূত্র থেকে আরও জানা যায় বাংলাদেশ আসতে পেরে কারস্টেন বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশে আসার আগে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ভিরাট কোহলিদের সঙ্গে কাজ করেছেন তিনি।
সেখানে ব্যাটিং এবং সহকারী কোচের ভুমিকায় কাজ করেছেন ভারতকে বিশ্বকাপ এনে দেয়া কারস্টেন।
উল্লেখ্য গত ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। তাঁর অধীনে সেবার বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছিলো তারা।
সুতরাং ভারতের বিশ্বকাপ বিজয়ী এই কোচকে পরামর্শক হিসেবে পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সমৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখবে তা বলাই বাহুল্য।