দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রাপ্তির খাতা শুন্য

ছবি:

দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের নারীদের। ওয়ানডে সিরিজের পর এবার টি-টুয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছে সালমা-জাহানারারা।
শেষ ম্যাচে ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। বৃষ্টির কারণে শেষ টি-টুয়েন্টি ম্যাচে ওভার কমিয়ে ২০ ওভারের পরিবর্তে ৯ ওভারে নিয়ে আসা হয়।
আর এই সুযোগে প্রোটিয়াদের অল্প রানে আটকে দেয়ার ভাবনা থেকেই এবং ডাক ওয়ার্থ লুইস পদ্ধতির কথা মাথায় রেখেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সালমা খাতুন।
আর টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৬৪ রান। স্বাগতিকদের হয়ে ব্রিৎস সর্বোচ্চ ২৯ রান করেন। আর নিকার্কের ব্যাট থেকে আসে ১২ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন। মাত্র ৬৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোন রান নিতে পারেনি বাংলাদেশ। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেন তারা।
নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসতে থাকেন নারী ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান স্কোরবোর্ডে তুলে জাহানারার দল।
দলের পক্ষে শামীমা সুলতানা সর্বোচ্চ ১২ রান করেন। ১০ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা ৩টি ও মারিজান্নে ক্যাপ ২টি উইকেট নেন।
বাংলাদেশ স্কোয়াড-
ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, খাদিজা তুল কুবরা, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, নাহিদা আখতার, নিগার সুলতানা, (উইকেট রক্ষক), পান্না ঘোষ, রুমানা আহমেদ (অধিনায়ক), সালমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আখতার, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-
ট্রিসা চেট্টি (উইকেটরক্ষক), মিগনোন ডু প্রিজ, শবনিম ইসমাইল, মারিজান্নে ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, লিজেল্লে লি, সুনে লুস, জিন্টল মালি, রাইসিবে এনটোজাকে, এন্ড্রে স্টেইন, চোলে ট্রিয়ন, ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), লরা উলভার্ট।