নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখছেন মোসাদ্দেক

ছবি:

বাংলাদেশ দলের আসন্ন আফগানিস্তান সিরিজের চূড়ান্ত দলে ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। দীর্ঘ ১ বছর পর আবারও জাতীয় দলের হয়ে টি২০ ম্যাচে মাঠ মাতাবেন এই ক্রিকেটার।
মোসাদ্দেকের চিন্তার পুরোটা জুড়েই এখন আফগানিস্তান সিরিজ। আফগানদের শক্ত একটা বোলিং ইউনিট আছে। অবশ্য এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এই টাইগার ক্রিকেটার। দুই আফগান স্পিনার রশিদ-মুজিবরা আইপিএলে খেললেও, তাদের দিয়ে আফগানিস্তান দলকে বিচার করছেন না মোসাদ্দেক। তাদের বিপক্ষে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দূর্বলতা বের করতে পারলেই তা বাংলাদেশ দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
"আইপিএল দেখে আসলে আমরা যাদের সঙ্গে খেলতে যাব তাদের বিচার করতে পারবেন না। আইপিএলে তাদের (আফগান) ব্যাটসম্যানরা কেউ খেলছে না, বোলাররা খেলছে। আমরা ব্যাটসম্যানদেরকে চিন্তা করি যে ওরা এবিডি ভিলিয়ার্সের মতো মারবে বা বিরাট কোহলির মতো মারবে তাহলে ভুল চিন্তা হবে। ওদের সঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি, ওদের দুর্বলতা জানি। ওদের শক্তি আর দুর্বল জায়গা খুঁজে বল করা আমাদের কাজ হবে।"

রশিদ-মুজিবদের নিয়ে চিন্তা না করে নিজেদের দিকে নজর দিতে চান মোসাদ্দেক। বিশ্বাস রাখতে চান নিজেদের সামর্থ্যে। আর তাতেই সাফল্য আসবে বলে মনে করেন এই টাইগার ক্রিকেটার। রশিদ-মুজিবরা আইপিএলে ভালো খেললেও বাংলাদেশের বিপক্ষেও যে ভালো খেলবে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই অলরাউন্ডার।
"ওদের দুইজন স্পিনার আছে, খুব ভালো। তারা খুব সফল বোলার আন্তর্জাতিক ক্রিকেটে। এটা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমরা যদি চিন্তা করি যে অনেক রান করে ফেলব, অনেক কিছু করে ফেলব, অনেক অ্যাটাকে যাব সেটাও ভুল হবে। আবার অতিরিক্ত রক্ষণে যাওয়াও ভুল হবে। তারা আইপিলে খুব ভাল বল করছে।আইপিএলে যাদের বিপক্ষে বল করছে তারা হয়ত তাদের জায়গাতে সফল হচ্ছে। এমন হতে পারে আমাদের সাথে তারা ভালো জায়গায় বল নাও করতে পারে। বা তারা যে বল করবে আমরা যেন ভালো ম্যানেজ করতে পারি। ওদের নিয়ে চিন্তা না করে নিজেদের উপর ফোকাস করা উচিত, নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখা উচিত।"
টি২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানরা। তবে আসন্ন এই সিরিজে আফগানিস্তান কি তবে বড় দল হিসেবেই খেলবে? মোসাদ্দেক অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তাদেরই এগিয়ে রাখছেন তিনি। ভালো ক্রিকেট খেলাটাকেই বড় করে দেখছেন এই অলরাউন্ডার।
"টি-টুয়েন্টিতে বলা যায় না কে বড় দল। কোন দিন কার ব্যাটে বল লাগবে, কে সফল হবে বলা যায় না। এখানে বলতে পারবে না কে বড় দল। দিনশেষে ফল হওয়ার পর বোঝা যাবে কে ভালো খেলল। ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।"