তৃতীয় ওভারে খরুচে মুস্তাফিজ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৫৫তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
আগে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির। তারা দলীয় ৩০ রানে ওপেনার শর উইকেট হারায়। এই তরুণ মাত্র ১২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার গ্লেন ম্যাক্সওয়েলও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
এই হার্ডহিটার ২২ রান করে জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে ফিরেছেন। এরপর অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের সাথে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম দুই ওভারে মাত্র ১০ রান খরচ করেন।
উইকেট নিতে না পারলেও দিল্লির রান আটকে রাখতে পেরেছেন তিনি। আইয়ার এবং পান্টের এই জুটি ভেঙেছেন মুম্বাইয়ের স্পিনার মারকান্দে। ৬ রান করা আইয়ারকে তিনি ডিপ মিড উইকেটে হার্দিক পান্ডিয়ার ক্যাচ বানিয়েছেন।

নিজের তৃতীয় ওভার করতে আসা মুস্তাফিজের উপর চড়াও হন পান্ট। তার দ্বিতীয় বলেই ৬ মারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তৃতীয় বলে ফলো থ্রো ফেরাতে গিয়ে বাঁ পায়ে চোট পান মুস্তাফিজ। বাকি তিন বল স্বাচ্ছন্দ্যে করলেও ৫ রান দেন আরও। সেই ওভারে মোট ১৩ রান দেন মুস্তাফিজ।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ-
সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বেন কাটিং, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।
দিল্লি ডেয়ারডেভিলস একাদশ-
পৃথ্বী শ, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), গ্ল্যান ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, হার্শাল প্যাটেল, অমিত মিশ্রা, সন্দ্বীপ লামিচানে, ট্রেন্ট বোল্ট, লিয়াম প্ল্যাংকেট।