promotional_ad

কেন জায়গা হলো না চার সেঞ্চুরির মালিক শান্তর?

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হচ্ছে- এমনটাই গুঞ্জন ছিলো। তবে আদতে সেটি হয়নি। বরং সিনিয়র ক্রিকেটারদেরকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


গত নিদাহাস ট্রফিতে যে দলটি নিয়ে খেলতে গিয়েছিলো বাংলাদেশ মূলত সেই দলটির আদলেই ১৫ সদস্যের স্কোয়াড তৈরি করেছেন নির্বাচকেরা। যদিও শুরুতে শোনা গিয়েছিলো দলে ডাক পেতে যাচ্ছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত।


গত ঢাকা প্রিমিয়ার লিগ আসরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শান্ত। ১৬ ম্যাচে ৫৭.৬১ গড়ে ৭৫৯ রান সংগ্রহ করেছিলেন আবাহনীর এই ওপেনার। পাশাপাশি হাঁকিয়েছিলেন ৪টি সেঞ্চুরি। ব্যাট হাতে দারুণ পারফর্মেন্সের পরও অবশ্য তাঁকে দলে রাখেননি নির্বাচকেরা।



promotional_ad

আর এর কারণ শান্তকে লঙ্গার ভার্সনের ক্রিকেটেই বিবেচনা করা হয়েছে। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শান্তর পাশাপাশি মোহাম্মদ মিথুনকে দলে না রাখা প্রসঙ্গেও কথা বলেছেন নান্নু। তাঁর মতে বর্তমানে মিথুনের বিকল্প বাংলাদেশ দলে অনেক রয়েছে বিধায় তাঁকে বিবেচনা করা হয়নি। নান্নু বলেন,


'শান্তকে নিয়ে আমরা টি টোয়েন্টিতে খুব বেশি চিন্তা করছি না। ওকে হয়তো সামনে আমরা লঙ্গার ভার্সনের ক্রিকেটের জন্য কিংবা ৫০ ওভারের ক্রিকেটের জন্য চিন্তাভাবনা করবো। আর মিথুনের ব্যাপারটি বলতে গেলে ওর জায়গায় এখন অনেক ক্রিকেটার আছে যারা ভালো খেলছে। গত টুর্নামেন্টে যেটি আমরা শেষ করে এসেছি সেখানে আমরা যথেষ্ট ভালো পারফর্মার পেয়েছি। এই কারণেই তাঁকে বিবেচনা করা হয়নি।'


বাংলাদেশ স্কোয়াড-



তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball