promotional_ad

মোসাদ্দেককে নেয়ার কারণ ব্যাখ্যায় নান্নু

promotional_ad

অবশেষে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ লিটন কুমার দাস এবং মোসাদ্দেক হোসেন সৈকত।


তবে দল থেকে বাদ দেয়া হয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ওপেনার ইমরুল কায়েস এবং পেসার তাসকিন আহমেদকে। দলটিতে মূল চমক হিসেবে বলা যায় দীর্ঘ দিন পর মোসাদ্দেকের সুযোগ পাওয়া। চোখের ইনজুরির কারণে অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন মোসাদ্দেক।


এরপর ইনজুরি কাটিয়ে ফিরে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের পরিপূরক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে সৈকতকে।


দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মিরাজ এখনও পুরোপুরি ফিট না হতে পারাতেই একজন বাড়তি স্পিন অলরাউন্ডার হিসেবে সৈকত কে জায়গা দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন নান্নু।



promotional_ad

এদিকে মোসাদ্দেক দলে আসায় বাদ পড়তে হয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। এর কারণও ব্যাখ্যা করেছেন নান্নু। মূলত মুশফিক এবং লিটন সহ দলটিতে দুই জন উইকেটরক্ষক থাকায় এরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেছেন,


'সোহানকে পরিবর্তন করা হয়েছে কারণ দুইজন উইকেটরক্ষক আছে আর কিছু ক্রিকেটারেরও প্রস্তুতির দরকার। মোসাদ্দেককে নেয়া হয়েছে তার জায়গায়। একজন অলরাউন্ডার আমরা চাইছিলাম। কারণ মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ আছে আমাদের। কারণ হাতে ব্যাথা ছিলো এবং এখন পর্যন্ত সে পুরোপুরি শতভাগ ফিট নয়। তবে সেই রিকোভারি করে যাবে। সেই হিসেবে একজন স্পিন অলরাউন্ডার দরকার ছিলো।'


টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে মোসাদ্দেক যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন নান্নু। বিশেষ করে স্পিন বোলিং সামলানোর জন্য যথেষ্ট দক্ষতা রয়েছে তাঁর। পাশাপাশি এরই মধ্যে অনেকখানি ফিট হয়ে উঠেছেন এই স্পিন অলরাউন্ডার। এই কারণেই তাঁকে বিবেচনা করা হয়েছে স্কোয়াডে। নান্নুর ভাষ্যমতে,  


'যেহেতু এটি শর্টার ভার্সনের খেলা সুতরাং মোসাদ্দেকের যথেষ্ট ক্ষমতা আছে স্পিন বোলিংকে সামলানোর। কারণ ও যথেষ্ট ট্যালেন্টেড আমরা জানি। মাঝখানে ওর একটু ছন্দ পতন হয়েছিলো। তবে আমরা মনে করি এখন পর্যন্ত ফিটনেস নিয়ে সে যতটুকু কাজ করেছে, টিম ম্যানেজমেন্টের কথা বলে কিছু ইতিবাচক বিষয় আমরা পেয়েছি যার কারণে ওকে রাখা হয়েছে।' 



বাংলাদেশ স্কোয়াড-


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball