আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

ছবি:

আফগানিস্তান সিরিজের চূড়ান্ত স্কোয়াডে কারা সুযোগ পাচ্ছেন এই নিয়ে গত কয়েকদিন থেকেই চলে আসছিলো জল্পনা কল্পনা।
অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর এই স্কোয়াডে তেমন একটি চমক রাখেননি নির্বাচকেরা। জাতীয় দলের নিয়মিত মুখদের নিয়েই স্কোয়াড গঠন করা হয়েছে।
তবে গত নিদাহাস ট্রফিতে যে দল নিয়ে খেলেছিলো টাইগাররা সেই দলের তিন সদস্য বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজ থেকে।
এই তালিকায় রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ওপেনার ইমরুল কায়েস এবং পেসার তাসকিন আহমেদ।
অপরদিকে স্কোয়াডে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। আর স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে কাজী নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, নাইম হাসানকে।
বাংলাদেশ স্কোয়াড-
১। তামিম ইকবাল
২। সৌম্য সরকার
৩। সাকিব আল হাসান (অধিনায়ক)

৪। মাহমুদুল্লাহ রিয়াদ
৫। সাব্বির রহমান
৬। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৭। মোসাদ্দেক হোসেন সৈকত
৮। আরিফুল হক
৯। নাজমুল ইসলাম অপু
১০। মুস্তাফিজুর রহমান
১১। রুবেল হোসেন
১২। লিটন কুমার দাস
১৩। আবু জায়েদ রাহী
১৪। মেহেদী হাসান মিরাজ
১৫। আবু হায়দার রনি
স্ট্যান্ডবাই-
কাজী নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, নাইম হাসান।
টাইগারদের আফগানিস্তান সিরিজের সূচি-
১। প্রথম টি টোয়েন্টি- ৩রা জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)
২। দ্বিতীয় টি টোয়েন্টি- ৫ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)
৩। তৃতীয় টি টোয়েন্টি- ৭ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)