এইচপির বোলিং পরামর্শক রফিক!

ছবি:

বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে হাই পারফরম্যান্স ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগেও এইচপির হয়ে কাজ করেছেন এই সাবেক টাইগার তারকা।
২০১৬ সালেও বেশ কিছুদিনের জন্য এইচপির বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন রফিক। সেবার ওয়াহিদুল গনির সাথে তাকে হাইপাফরম্যান্স দলের বিশেষজ্ঞ কোচের দায়িত্ব দেয়া হয়েছিল। এবার দ্বিতীয় মেয়াদে আবারও দায়িত্ব দেয়া হচ্ছে তাকে।

যদিও এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্য টাইগারদের সাবেক কোচ গর্ডন গ্রিনিজের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রফিককে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছিলেন।
এই প্রসঙ্গে রফিক বলেছেন, 'আমি অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম। এখন বোর্ড বলেছে, রোজার পর যখন একাডেমি আরম্ভ করবে তখন কাজ করব। এখন বিসিবি যেখানেই বলবে কাজ করব। আমার কাজ দরকার। আমি দেখব, খেলোয়াড় কিভাবে আসে। সেটা বাংলাদেশ দল, এ দল, আন্ডার ১৯- যেখান থেকেই হোক না কেন। আমার কাজ করা দরকার, আমি কাজ করব।'
শুধু এইচপি নয় একাডেমির দল ও এ দলে সাথেও কাজ করবেন রফিক। সেকথা তিনি নিজেই জানিয়েছেন, 'আমার টার্গেট, যে লেভেলে খেলেছি, সেখান থেকে আরও ভালোভাবে শেখানো। শীর্ষ পর্যায়ের ক্রিকেট কিভাবে খেলবে, ব্যাটসম্যানদের কিভাবে আটকাবে সেটা দেখা আমার কাজ। এখন বিসিবির সাথে কথা হয়েছে, এ টিমে, একাডেমির সাথে, যখন যেভাবে দরকার কাজ করব।'