বিসিবির উদ্যোগে উচ্ছ্বসিত রফিক

ছবি:

তরুণ প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে ৩২টি দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে একাডেমি কাপ। এর প্রথম আসরের পর্দা উঠবে রবিবার। মূলত ঢাকার মধ্যে যে কটি একাডেমি রয়েছে তাদের ১৫ থেকে ১৮ বছর বয়সী ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।
শনিবার মিরপুরে একাডেমি দল নিয়েই এই আসরের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ রফিক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মোহাম্মদ রফিক এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই টুর্নামেন্ট আয়োজনের কারণে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই টাইগার স্পিনার।

রফিকের ভাষ্যমতে, 'সবার আগে বোর্ডকে ধন্যবাদ দেব এরকম একটা আয়োজনের জন্য। এটা বাংলাদেশে প্রথম। আজ ঢাকাতে অনেক একাডেমি, কিন্তু সুযোগ পাচ্ছিল না বাচ্চারা। কিন্তু এটা সুযোগ করে দিল।'
এখান থেকেই জাতীয় দলে খেলার মতো ক্রিকেটাররা উঠে আসবে বলে বিশ্বাস রফিকের। ভালো খেলা তরুণ ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ সুযোগ বলে মনে করেন রফিক। তিনি বলেছেন,
'আপনার ছেলে, আমার ছেলেরা যারা ভালো খেলে সেটা তুলে ধরার একটা সুযোগ। একদম নতুন প্লেয়ার এখান থেকে আসবে। এখন ৩০-৩৫টা দল আছে, সামনে আরও বাড়বে। আমি মনে করি, এখান থেকে অনেক প্লেয়ার আসবে যারা বাংলাদেশের দলের জন্য কাজে দেবে। এই উদ্যোগ নিয়েই কাজ করতে হবে।'