হায়দ্রাবাদের একাদশে ভুবনেশ্বর-ব্র্যাথওয়েট

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ৫৪তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে খেলা নিশ্চিত করলেও এখনও শেষ চান নিশ্চিত করতে পারেনি কলকাতা।
ফলে এই ম্যাচটি বাঁচা মরার ম্যাচ কলকাতার জন্য। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন। ফলে ফিল্ডিংয়ে নামবে কলকাতা।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। একাদশের বাইরে চলে গেছেন বাসিল থাম্পি ও ওপেনার অ্যালেক্স হেলস। আর একাদশে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। আর প্রথমবারের মতো হায়দ্রাবাদের একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।

কলকাতা নাইট রাইডার্স (একাদশ):
সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক/উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভমন গিল, জভন সিয়ারস, পিযুশ চাউলা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদভ।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।