ব্যাট হাতে সফল হতে চান সাব্বির

ছবি:

সামনেই বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজ। বর্তমানে ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে ফিটনেস ট্রেনিং। রবিবার দল ছোটো হয়ে আসলে শুরু হয়ে যাবে পূর্ণাঙ্গ অনুশীলন পর্ব। আসন্ন এই সিরিজে ব্যাট হাতে সামর্থ্যের পুরোটা দিতে চান হার্ড হিটার সাব্বির রহমান।
নিদাহাস ট্রফির ফাইনালে প্রেমাদাসায় ভারতের বিপক্ষে করেছিলেন ৫০ বলে ৭৭ রান। এই রানটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে সাব্বিরকে। আফগান সিরিজে নিজেকে একজন সফল ব্যাটসম্যান হিসেবেই দেখতে চান সাব্বির।
সাব্বির বলেছেন, "আমি কখনো দেখিনি টেকনিকের সঙ্গে ব্যাটসম্যানের অর্ডার চেঞ্জ হয়। আমি আফগানিস্তান সিরিজে নিজেকে দেখতে চাই একটা ভালো স্কোর করা ব্যাটসম্যান হিসেবে। যেন একটা বড় রান করতে পারি। গত তিন মাস যে কাজ করেছি টেকনিকের, ওটা প্রয়োগ করতে পারলেই খুশি।"

নিজে থেকে টপ অর্ডারে ব্যাট করার ইচ্ছে নেই সাব্বিরের। তবে টিম ম্যানেজমেন্ট যদি চায় তবে যেকোনো পজিশনেই ব্যাট করতে রাজি তিনই," তিনে বা ওপেনার–এটা দলের ওপর নির্ভর করে। আমার মনে হয়নি এমন কিছু হবে।"
আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার নাম রশিদ খান ও মুজিব উর রহমানরা। সাব্বিরকে অবশ্য এগুলো ভাবাচ্ছে না। তিনি মনে করেন মাঝের ওভারগুলোতে স্ট্রাইক রোটেড করে খেলতে পারলেই তা দলের জন্য ভালো হবে।
সাব্বি্রের ভাষ্যমতে, "টি-টোয়েন্টি ১২০ বলের খেলা। প্রথম কয়েক ওভার একটা পরিস্থিতি যাবে। মাঝে ও শেষ ছয় ওভার অন্যরকম যাবে। আমরা যারা মাঝের ওভার খেলব, বল-টু-বল যদি রান করতে পারি ভালো হবে।"
সাব্বির জানিয়েছেন, উইকেট ধরে রেখে খেলতে পারলেই বড় স্কোর গড়া যাবে, "অন্তত ৪২ বলে যদি ৬০-৭০ করতে পারি তাহলে হয়তো আমাদের লক্ষ্যটা ভালো হবে। আর যদি মনে করি, এক ওভার একটা চার আর একটা ছয় মারতে হবে বড় স্কোরের জন্য, তাহলে টার্গেট কমে যাবে। উইকেট থ্রো না করে বলের মেধা হিসাব করে খেললে বড় স্কোর করতে পারব।"