রান করতে পারলে সব মাফঃ সাব্বির
ছবি:

বিতর্ক, অফ ফর্ম, ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া এবং সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরা। একজন ক্রিকেটারের জীবনে হয়তো সবগুলো একসাথে এলে নিজেকে সামলে রেখে বা নিজেকে প্রমান করাটা খুব কঠিন তার জন্য।
আর এমনটাই ঘটেছে জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের সঙ্গে। আর কয়েকদিন পরই নিষেধাজ্ঞা উঠে যাবে তার। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেও খেলে যাচ্ছেন জাতীয় দলের হয়ে।
সর্বোশেষ নিদাহাস ট্রফিতে চেষ্টা করেছেন নিজেকে সম্পূর্ণ রুপে প্রমান করার। প্রথম কয়েক ম্যাচে না পারলেও ফাইনালে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।

আর সেই ইনিংস থেকেই সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস পেতে চান সাব্বির। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাব্বির বলেন,
'নিদাহাস ট্রফিতে প্রথমে ভালো করতে না পারলেও ফাইনাল ম্যাচে ভালো খেলেছি যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। ফাইনালে যেভাবে খেলতে চেয়েছিলাম সেইভাবেই পেরেছি। যা আমাকে পরের সিরিজ গুলোতে ভালো করতে সাহায্য করবে।'
এদিকে হার্ড হিটিং এই অলরাউন্ডার মনে করেন রান করতে পারলে সব ভুলই মাফ। সব সময়ই চেষ্টা করেন দলের প্রয়োজনে রান করার। সাব্বির আরও জানান,
'আপনি রান করতে পারলেই সবঠিক থাকবে। আর রান না করতে পারলে ভালো শটকেও খারাপ ভাবে দেখা হয়। সবারই টেকনিক এবং টেম্প্রামেন্টের সমস্যা থাকতে পারে কিন্তু রানের চেয়ে বড় কিছু নেই।'