আন্দ্রে রাসেলের দুর্বলতা জানতেন মুস্তাফিজ

ছবি:

২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় কলকাতার বিপক্ষে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড আউট করেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
অনেকেই সেই বলটিকে টুর্নামেন্টের সেরা বল বলেও আখ্যায়িত করেছিলেন। এই ঘটনার পর দুই বছর পার হয়ে গিয়েছে। দল পাল্টে কাটার মাস্টার যোগ দিয়েছেন তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে।
নতুন দলের হয়ে খেলেছেন মোট ৬টি ম্যাচ। আসরের শুরুতে দলে নিয়মিত হলেও পরবর্তীতে দলে আর জায়গা ধরে রাখতে পারেননি তিনি। কিন্তু তারপরও ফিজের পারফর্মেন্স সন্তোষজনক।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাঁহাতি এই পেসার কথা বলেছেন আন্দ্রে রাসেলকে দুই বছর আগে করা সেই ডেলিভারিটি নিয়ে। মুস্তাফিজ বাংলায় জবাব দিলেও সেটাকে ইংরেজিতে ভাবানুবাদ করেছেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।
মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেইজে একটি ভিডিওর মাধ্যমে রোহিত জানান, বাংলাদেশ সফরে যেবার উইন্ডিজরা গিয়েছিল সেবারই রাসেলের দুর্বলতা ধরে ফেলেছিলেন মুস্তাফিজ। রোহিতের ভাষায়,
'মুস্তাফিজ একজন নেট বোলার ছিলেন। সেসময় উইন্ডিজরা বাংলাদেশ সফরে গিয়েছিল। সিরিজের আগে নেটে প্র্যাক্টিস করার আগে রাসেলকে সে বোলিং করেছিল।
তখন রাসেলকে সে ৩টি ইয়র্কার ছেড়েছিল যা রাসেল খেলতে পারেনি। তখনই সে বুঝে যায় রাসেলের কোথায় দুর্বলতা রয়েছে। পরবর্তীতে সেটাকেই কাজে লাগিয়েছে মুস্তাফিজ। '