দলে ফিরতে মরিয়া ওয়াহাব রিয়াজ

ছবি:

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। ইনজুরি এবং অফ ফর্মের কারণেই মূলত এখন পাকিস্তান দলে নেই তিনি।
তবে দ্রুত পাকিস্তান দলে ফিরতে চান তিনি। জানিয়েছেন, নতুন করে নিজেকে গড়ে তুলছেন আরও পরিণত একজন বোলার হিসেবে।
এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজেই পাকিস্তান দলে ফিরতে চান ওয়াহাব। সম্প্রতি এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন এই বাঁহাতি পেসার। তিনি বলেন,

'ইনজুরি ছিল, যেটার কারণে অপারেশন করাতে হয়েছে। এখন ধীরে ধীরে সেরে উঠছি। আশা করছি ২-৩ সপ্তাহের মধ্যেই পুরদমে মাঠে ফিরবো।
আশা করছি দ্রুত পাকিস্তান দলে ফিরতে পারবো। আগামী সিরিজেই দলে ফিরতে চাই। যার জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।'
তবে পাকিস্তান দলে জায়গা না পেলে ইংলিশ কাউন্টি খেলতে জাবেন এই পেসার। ক্রিকেট নিয়েই থাকতে চান জানিয়ে ওয়াহাব আরও বলেন,
'আমার প্রধান লক্ষ্য জিম্বাবুয়েতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা করে নেয়া। যদি সেটা না হয় তাহলে ইংলিশ কাউন্টিতে ডার্বিশায়ারের হয়ে খেলতে চলে যাবো।'