ক্রিকেট ম্যাচে বোমা হামলা!

ছবি:

কয়েকদিন আগে আফগানিস্তানের অধিনায়ক আজগর স্টানিকজাই জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে জয় দিয়েই দেশের মানুষকে খুশি দিতে চান।
তার এই বক্তব্য দেয়ার কয়েকদিনের মাথায় বোমা হামলার শিকার হল আফগানিস্তান। জানা গিয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই বোমা হামলা ঘটে।
দেশটির সরকারী এক সূত্র নিশ্চিত করেছে, এই ঘটনায় অন্তত ৮ জনের প্রানহানি ঘটেছে। এছাড়াও আহত হয়েছে মোট ৪৫ জন। শুক্রবার রাতে আফগানিস্তানের পূর্ব জালালাবাদ প্রদেশে নয়া নাজিমাবাদ রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে এ ঘটনা ঘটেছে।

টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হয়েছেন। আটজন নিহতের তালিকায় রয়েছে এক শিশু।ননগরহার সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি জানিয়েছেন, ম্যাচ চলাকালীন সময় মোট তিনটি বোমা বিস্ফোরিত হয়।
এতে অন্তত ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। তবে বোমা হামলায় কেমন ধরনের বিস্ফোরণ ব্যবহৃত হয়েছে সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় তালেবানরাই এ হামলার জন্য দায়ী।
এমনিতেই যুদ্ধ বিধ্বস্ত দেশটির অবস্থা বেশি ভালো নয়। তারপরও ক্রিকেট দিয়ে সারাবিশ্বের কাছে পরিচিত হয়ে উঠছেন তারা। কিন্তু এমন সময়ে এই ঘটনা আফগান ক্রিকেটকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে।