আবারও মত পাল্টালেন আফ্রিদি

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরে খেলার সময় হাটুতে চোট পেয়েছিলেন শহীদ আফ্রিদি। সেই চোটের কারণে কয়েকটি ম্যাচও খেলা হয়নি তার।
এরপর সেই চোট নিয়ে শেষের ম্যাচগুলো খেললেও পিএসএল শেষেও চোট সেরে উঠছিলনা তার। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আফ্রিদি প্রথমে জানিয়েছিলেন বিশ্ব একাদশের হয়ে খেলবেন না তিনি।
কিন্তু তার দুই দিন পরই জানালেন আসন্ন ম্যাচটিতে মাঠে নামছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে চ্যারিটি ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেন আফ্রিদি। টুইটে তিনি লিখেছেন,

'আমি বিশ্ব একাদশের হয়ে মাঠে নামছি। একজন ক্রিকেটার এবং মুসলমান হিসেবে আমার তাদের সাহায্য করা উচিত। আপাতত চিকিৎসক পরামর্শ মোতাবেক চলছি।'
এদিকে আফ্রিদি তার খেলার কথা নিশ্চিত করলেও কয়েকদিন আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাংলাদেশের হয়ে এই ম্যাচে মাঠে নামবেন তামিম ইকবাল।
বিশ্ব একাদশকে এই ম্যাচে নেতৃত্ব দিবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। চলতি মাসের ৩১ তারিখ উইন্ডিজদের বিপক্ষে লর্ডসের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত বছর ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
সেজন্যই এই টি-টোয়েন্টি ম্যাচটির আয়োজন করা হয়েছে। এই ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম সংস্কারের কাজে ব্যয় করা হবে।
বিশ্ব একাদশ স্কোয়াডঃ ইয়ন মরগান, তামিম ইকবাল, মিচেল ম্যাকক্লেনাঘান, শহীদ আফ্রিদি, হার্দিক পান্ডিয়া, থিসারা পেসারা, রশিদ খান, লুক রঙ্কি, শোয়েব মালিক এবং সন্দ্বিপ লামিচানে, দীনেশ কার্ত্তিক।
ওয়েস্ট ইন্ডিজ দল : কালোর্স ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এম্রিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।