পেস বোলারদের নিয়ে হাথুরুসিংহের বিশেষ পরিকল্পনা

ছবি:

লঙ্কান পেসারদের ইনজুরি চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের। শিহান মাদুশঙ্কা ও নুয়ান প্রদীপ হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাইরে চলে গেছেন।
সদ্যই সাইড স্ট্রেইনের চোট থেকে ফিরেছেন পেসার সুরাঙ্গা লাকমল। তাছাড়া, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দীর্ঘ ৫ মাস পর দলে ফিরেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে উইন্ডিজ সিরিজে বল করতে হয়তো দেখা যাবে না তাকে। তবে ব্যাট হাতে দলকে সার্ভিস দিবেন তিনি।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কেন্ডিতে ৮ দিনের ক্যাম্প করবে শ্রীলঙ্কা দল। সেখানে ক্রিকেট ভিক্টোরিয়ার হাই পারফরমেন্স ম্যানেজার টিম ক্যাসকিলের অধীনে পেস বোলাররা বিশেষ অনুশীলন করবেন। উইন্ডিজ সফরে তা কাজে দিবে বলেই বিশ্বাস হাথুরুসিংহের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছেন, "আমি টিমের দক্ষতার সহায়তা নিতে চেয়েছিলাম। সে একজন ফাস্ট বোলিং বায়ো-ম্যাকানিক্স বিশেষজ্ঞ। সে আমাদের ফাস্ট বোলারদের মেশিদের দিকে নজর রাখবে। সে সব বোলারদের নিয়েই কাজ করবে। এখানে আসার আগেই সে ভিডিও ফুটেজ দেখেছে এবং সে এখন তৈরি।"
দলের পেস বোলারদের নিয়েই চিন্তা এখন হাথুরুসিংহের। তিনি এখন পেস বোলার এবং কোচেরা তাদের নিয়ে কিভাবে কাজ করবে তা নিয়ে একটি রূপরেখা তৈরি করছেন। হাথুরুসিংহের এই পরিকল্পনা বাস্তবায়নে পেছন থেকে সহযোগীতা করবেন ম্যাক ক্যাসকিল।
হাথুরুর ভাষ্যমতে"এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ফাস্ট বোলাররা এবং ফাস্ট বোলিং কোচরা কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি করা। আমরা যখন কোনো বোলারদের দিকে তাকাই, দেখি যে তার কোন কোন জায়গায় কাজ করতে হবে। এখানেই টিম আমাদের পেছনে থেকে কাজ করবে।"