promotional_ad

পেইনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন ওয়ার্ন

promotional_ad

বল টেম্পারিং কান্ডের পর স্টিভ স্মিথের জায়গায় অস্ট্রেলিয়া দলের দায়িত্ব কাঁধে পান উইকেট রক্ষক টিম পেইন। প্রায় ৭ বছর জাতীয় দলের বাইরে থাকার পরও তাকেই দায়িত্ব তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।


সম্প্রতি ইংল্যান্ড সফরে ওয়ানডে দলেরও দায়িত্ব পেয়েছেন পেইন। তবে পেইনকে অধিনায়ক করার ব্যাপারটি ভালো ভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক লিজান্ডারি লেগ স্পিনার শেন ওয়ার্ন।


তিনি মনে করেন একজন উইকেট রক্ষক কখনও ভালো অধিনায়ক হতে পারেনা। তারা দুর্দান্ত সহ অধিনায়ক হতে পারে বলে মনে করেন সাবেক এই অজি লেগ স্পিনার। সম্প্রতি ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। ওয়ার্ন বলেন,  



promotional_ad

‘আমি গিলির (গিলক্রিস্ট) সামনেই বলে দিচ্ছি উইকেটরক্ষকরা কখনোই ভালো অধিনায়ক হয় না। তবে তারা দুর্দান্ত সহ-অধিনায়ক হতে পারে। মাঠের মধ্যে অধিনায়ককে যথাযথ পরামর্শ দেয়া সহ ফিল্ডিং সাজানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন উইকেটরক্ষক।’


এদিকে ওয়ার্ন আরও মনে করেন পেইন দীর্ঘ মেয়াদে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারবেনা। অস্ট্রেলিয়ার উচিত ভবিষ্যত নিয়ে ভাবা। সামনে বিশ্বকাপ এই কথা মাথায় রেখেই এখনই অজিদের উচিত নির্দিষ্ট অধিনায়ক ঠিক করা। তিনি আরও বলেন,


‘আমার মনে হয় না (টিম) পেইন দীর্ঘমেয়াদে অধিনায়ক থাকার মতো খেলোয়াড়। হ্যা! সে তার এই সংক্ষিপ্ত সময়ের অধিনায়কত্ব দুর্দান্ত করেছে। তবে আমাদের এখন ভবিষ্যত নিয়ে ভাবা উচিৎ।



তিন ফরমেটের জন্য আমাদের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গার আছেন। আশা করি শীঘ্রই টেস্ট এবং ওয়ানডের জন্য আলাদা দুইজন নিয়োগ দেয়া হবে। এছাড়াও তিন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে খেলার সময় এসেছে আমাদের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball