পাওয়ার প্লেতে অনন্য বোলার সাকিব

ছবি:

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিঃসন্দেহে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার। ব্যাটে-বলে অবদান রেখে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগ গুলোতে দারুণ জনপ্রিয় সাকিব।
এরই মধ্যে খেলে ফেলেছেন আইপিএল,পিএসএল, সিপিএল, এসএলপিএল ও ঘরের টুর্নামেন্ট বিপিএল। বিদেশী লীগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের পর এবার খেলছেন সপ্তম আসর। গত ৬ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতালেও এবারের আসরে নাম লিখিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে।

নতুন দলে যোগ দিয়ে ব্যাটে বলে আরও দুর্দান্ত হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতে ১৬৬ রানের সাথে ১২ ম্যাচ খেলে ১২ উইকেট দখল করেছেন তিনি। এর মধ্যে ৪ টি উইকেটই এসেছে পাওয়ার প্লের মধ্যে।
যা প্রমাণ করে সাকিবের বোলিং পাওয়ার প্লে তে কতোটা কার্যকর। পাওয়ার প্লেতে ৭.৮০ গড়ে রান দিয়েছেন তিনি। পাওয়ার প্লেতে বোলিং করে শতকরা ৪১.৬৬ শতাংশ বল ডট দিয়েছেন সাকিব।
অবশ্য, গড়ে প্রতি তার করা প্রতি ৫ বলে ১ টি করে বাউন্ডারি মারতে পেরেছেন ব্যাটসম্যানরা। বোলার হিসেবে টি২০ ক্রিকেটে সাকিব কতটা কার্যকর তা আগেই জেনেছে ক্রিকেট বিশ্ব, এবারের আইপিএলে পাওয়ার প্লেতেও নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন এই অলরাউন্ডার।