আফগানিস্তান সিরিজে অনিশ্চিত তাসকিন-ইমরুল

ছবি:

পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দুই রাউন্ডে খেলা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। এরই মধ্যে ইনজুরি অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোপুরি ফিট হতে।
কিন্তু তারপরেও নাকি জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ তার খেলা হচ্ছে না। সম্প্রতি বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে। বিসিবির সূত্র মতে, আসন্ন এই সিরিজটিকে সামনে রেখে দু’এক দিনের মধ্যেই বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষিত হবে।
নির্বাচকরা দল চূড়ান্ত করে বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। তারপরই চূড়ান্ত দল ঘোষণা হবে। যেখানে ঠাঁই হচ্ছে না তাসকিন আহমেদের। পুরোপুরি ফিট না হওয়ার সাথে নিদাহাস ট্রফিতে তার দৈন্য পারফরমেন্স হতাশ করেছে নির্বাচকদের।

ফলে তাকে বাইরে রেখেই দল ঘোষণা করা হবে বলে জানা গেছে। তাসকিনের সাথে কপাল পুড়তে পারে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসেরও। তার সাম্প্রতিক ফর্মও ভাবাচ্ছে নির্বাচকদের। ফলে আফগান সিরিজে দর্শক হয়ে যেতে পারেন তিনি।
এদিকে কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন নির্বাচকরা। এর মধ্যে মিরাজ সেরে না উঠলে তার বদলি কাউকে দলে নেয়া হবে।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়নি টাইগারদের। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে চলছে ফিটনেস ট্রেনিং। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হলেই শুরু হবে টাইগারদের আসল প্রস্তুতি।