বিশ্ব একাদশের হয়ে খেলা হচ্ছে না আফ্রিদির

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৩১ মে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আইসিসি বিশ্ব একাদশ। সে ম্যাচে খেলা হচ্ছে না সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। মূলত হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না তার।
তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন তার সেরে উঠতে আরও ৩-৪ সপ্তাহ লাগবে। আফ্রিদি তার টুইটে লিখেছেন, "দুবাইতে আমি ডাক্তার দেখতে গিয়েছিলাম, হাঁটুতে এখনো পুরোপুরি সেরে উঠেনি।
আমার আরও ৩-৪ সপ্তাহ লাগবে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সবাই দোয়া করবেন।" এদিকে, বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ব একাদশ থেকে সড়ে দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

তার বদলে ‘হারিকেন রিলিফ টি-টোয়েন্টি’ চ্যালেঞ্জ নামে প্রীতি ম্যাচে মাঠে নামবেন নেপালি তরুণ লেগস্পিনার সন্দীপ লামিচান। গেল বছর ঘূর্ণিঝড় মারিয়া ও ইরমায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ ক্যারিবীয় স্টেডিয়াম।
আইসিসি উইন্ডিজ দলের বিপক্ষে তাই সিদ্ধান্ত নেয় লর্ডসের মাঠে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের। সে ম্যাচ থেকে প্রাপ্ত সব অর্থই ব্যয় করা হবে পাঁচ ক্যারিবীয় মাঠ পুনর্বাসনে। এই প্রীতি ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংলিশ ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি ম্যাচের বিশ্ব একাদশ
তামিম ইকবাল, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শোয়েব মালিক, লুক রঙ্কি, মিচেল ম্যাকগ্লেনাহান, থিসারা পেরেরা, রশিদ খান ও সন্দীপ লামিচান।