হায়দ্রাবাদের একাদশে ফিরলেন থাম্পি

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৫১ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হায়দ্রাবাদ এবারের আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এরই মধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে।
অবশ্য, প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে বেঙ্গালুরুও। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোহলিদের। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন।
এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে হায়দ্রাবাদ। পেসার ভুবনেশ্বর কুমারের পরিবর্তে এই ম্যাচে খেলছেন বাসিল থাম্পি।

সানরাইজার্স হায়দরাবাদঃ
শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), রশিদ খান, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, সরফরাজ খান, কলিন দ্য গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুজভেন্দ্র চাহাল।