জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবি:

দক্ষিন আফ্রিকার কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টি-টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। এদিন প্রথমে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান স্কোরবোর্ডে তুলে স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৯ ওভারেই ৭৪ রান যোগ করেন দুই ওপেনার লিজল লি এবং লরা ওলভার্ট।
কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। পরের ৪ ওভারে মাত্র ১২ রান তুলতেই স্বাগতিকরা হারায় ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে কুবরা নেন ৩টি এবং অধিনায়ক রোমানা আহমেদ নেন ২টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে লেজলি লি করেন সর্বোচ্চ ৪৬ রান। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ১৬ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান।

রুমানা আহমেদ ৩৬ এবং ফারগানা হক ৩১ রান করেন দলের পক্ষে। দক্ষিণ আফ্রিকার হয়ে শাবনিল ইসমাইল নিয়েছেন ৩টি উইকেট। জয়ের জন্য ২৪ বলে ৪৮ রান প্রয়োজন বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াড-
ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, খাদিজা তুল কুবরা, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, নাহিদা আখতার, নিগার সুলতানা, (উইকেট রক্ষক), পান্না ঘোষ, রুমানা আহমেদ (অধিনায়ক), সালমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আখতার, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-
ট্রিসা চেট্টি (উইকেটরক্ষক), মিগনোন ডু প্রিজ, শবনিম ইসমাইল, মারিজান্নে ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, লিজেল্লে লি, সুনে লুস, জিন্টল মালি, রাইসিবে এনটোজাকে, এন্ড্রে স্টেইন, চোলে ট্রিয়ন, ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), লরা উলভার্ট।