promotional_ad

জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

promotional_ad

দক্ষিন আফ্রিকার কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টি-টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। এদিন প্রথমে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান স্কোরবোর্ডে তুলে স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৯ ওভারেই ৭৪ রান যোগ করেন দুই ওপেনার লিজল লি এবং লরা ওলভার্ট।


কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। পরের ৪ ওভারে মাত্র ১২ রান তুলতেই স্বাগতিকরা হারায় ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে কুবরা নেন ৩টি এবং অধিনায়ক রোমানা আহমেদ নেন ২টি উইকেট।


দক্ষিণ আফ্রিকার হয়ে লেজলি লি করেন সর্বোচ্চ ৪৬ রান। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ১৬ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান।



promotional_ad

রুমানা আহমেদ ৩৬ এবং ফারগানা হক ৩১ রান করেন দলের পক্ষে। দক্ষিণ আফ্রিকার হয়ে শাবনিল ইসমাইল নিয়েছেন ৩টি উইকেট। জয়ের জন্য ২৪ বলে ৪৮ রান প্রয়োজন বাংলাদেশের।  


বাংলাদেশ স্কোয়াড-


ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, খাদিজা তুল কুবরা, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, নাহিদা আখতার, নিগার সুলতানা, (উইকেট রক্ষক), পান্না ঘোষ, রুমানা আহমেদ (অধিনায়ক), সালমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আখতার, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন।


দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-



ট্রিসা চেট্টি (উইকেটরক্ষক), মিগনোন ডু প্রিজ, শবনিম ইসমাইল, মারিজান্নে ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, লিজেল্লে লি, সুনে লুস, জিন্টল মালি, রাইসিবে এনটোজাকে, এন্ড্রে স্টেইন, চোলে ট্রিয়ন, ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), লরা উলভার্ট।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball