নিজেকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে সাকিব
ছবি:

আইপিএলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র একটি উইকেট নিলেই নতুন একটি রেকর্ড গড়বেন তিনি।
এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন সাকিব। একটিমাত্র উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন ২০১২ সালের আইপিএলে নিজের গড়া রেকর্ডকে। তবে ব্যাট হাতে নিজের সেরা থেকে বেশ দূরে আছেন এখনো। ১২ ম্যাচে করেছেন ১৬৬ রান।
এর আগে ২০১২ সালে সাকিব আইপিএলে কলকাতার হয়ে নিয়েছিলেন মোট ১২ উইকেট। এবার তার সামনে সুযোগ রয়েছে হায়দ্রাবাদের হয়ে ১৩ উইকেট নেয়ার। আশা করা যাচ্ছে ব্যাঙ্গালুরুর বিপক্ষে রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন সাকিব।

২০১১ সালে প্রথম বারের মত যখন খেলেছিলেন সেবার ১১ উইকেট নিয়েছিলেন এই বিশ্বসেরা। এরপরের আসরে নিয়েছেন সর্বোচ্চ ১২টি।
২০১৩ সালের আইপিএলে অংশ নেননি সাকিব। ২০১৪ সাল ছিল কলকাতার হয়ে কাটিয়েছেন নিজের সেরা মৌসুম। ১৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ১১ উইকেট, গড় ৩০.৩৬। সেবার ব্যাট হাতে ২২৭ রান করেছিলেন তিনি।
যদিও ২০১৫ এবং ১৬ সালের আইপিএল খুব বেশী একটা ভালো যায়নি তার। ১৫ সালে ৪ ম্যাচ খেলে নিয়েছিলেন ৪ উইকেট এবং ১৬ সালে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ৫টি উইকেট।