ক্রিকেটের ক্ষতি করছে ভারত!

ছবি:

সারা বিশ্বে ক্রিকেটের অনেক সমর্থক রয়েছে। কিন্তু এতো সমর্থক থাকা সত্ত্বেও ক্রিকেট এখনও ফুটবলের মত সর্বজনীন খেলা হয়ে উঠতে পারেনি। বিশ্বের মাত্র কয়েকটি দেশ ক্রিকেট খেলে থাকে।
যেখানে ফুটবল, টেনিস বা অন্য যেকোন খেলায় অংশ নেয় বিশ্বের প্রায় সবদেশ। ক্রিকেটে অল্প কয়েকটি দেশ অংশ নিলেও এতে রাজত্ব করে আসছে তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
আর এই দেশগুলোর রাজত্ব ক্ষতি করছে ক্রিকেটকেই । এখন পর্যন্ত যত পরিবর্তন তারা ক্রিকেটে নিয়ে এসেছে শুধু নিজেদের কথা ভেবেই। তাই এই তিন মোড়লে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রিকেট।
যদিও এই তিন মোড়লে সবচেয়ে বেশী ক্ষমতাশীল ভারতের বিসিসিআই। এমনকি সবচেয়ে ধনী বোর্ডও তারা। আইসিসির কাজ হচ্ছে সারা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেয়া। ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা। এমনকি অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে আইসিসি।

তদন্ত আইসিসি সোয়াট অ্যানালাইসিস করেছে কেন ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছেনা। আর এই তদন্ত থেকে বের হয়ে এসেছে বিসিসিআইয়ের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রিকেট। কারণ আইসিসির আয়ের একটা বড় অংশ আসে ভারতের কাছ থেকে এবং বলতে গেলে ভারতীয় বোর্ডের উপর নির্ভরশীল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যদিও আইসিসি এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছিল কিন্তু রিপোর্ট বলছে তাদের পদক্ষেপে কোন জোড় ছিলনা। যেকারণে এখনও ভারতীয় বোর্ডের উপর নির্ভর হয়ে আছে আইসিসি
এই রিপোর্ট নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা হবে। যা বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হওয়ার কথা। তাই আশা করা যাচ্ছে মিটিংয়ের মধ্য দিয়ে কোন সমাধানে আসতে পারবে আইসিসি।
আরও আশা করা যাচ্ছে এই মিটিংয়ের মধ্য দিয়েই আইসিসি ভারতের উপর থেকে অর্থ আয়ের অংশ কমিয়ে আনবে। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বিসিসিআইয়ের এক সদস্য জানিয়েছেন,
'তারা চেষ্টা করছে বিসিসিআইয়ের ক্ষমতা কমিয়ে আনার। কিভাবে তারা এটা করবে বা করতে পারে আমি জানিনা। কারণ তারা তো আমাদের থেকেই অনেক অর্থ আয় করে থাকে। তাই কিভাবে তারা সবাইকে সমানভাবে তা বন্টন করার চিন্তা করে আমি বুঝতে পারছিনা।'