র্যাঙ্কিংয়ে বুলবুলের রেকর্ড ভাঙলেন ও'ব্রায়েন

ছবি:

পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে আয়ারল্যান্ড ক্রিকেট দল জয় না পেলেও ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করে নিজের নাম ইতিহাসে লিখিয়েছেন আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন। মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তিনি।
এবার র্যাঙ্কিংয়েও নিজের নাম ইতিহাস গড়েই লে??ালেন ও'ব্রায়েন। প্রথম ইনিংসে ৪০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়া সেঞ্চুরিতে করেন ১১৮ রান। ফলে ম্যাচ শেষে তার নামের পাশে যোগ হয়েছে ৪৪০ রেটিং পয়েন্ট।
যা কোনো দেশের অভিষেক টেস্টে কোনো ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলের অভিষেক টেস্টে দেশের অভিষেকে সেঞ্চুরির প্রথম কীর্তি গড়েন চার্লস ব্যানারম্যান।

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার আগে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই দুর্দান্ত ইনিংসের পর তার নামের পাশে যোগ হয়েছিলো ৪৪৭ পয়েন্ট। যা এখন পর্যন্ত কোনো দেশের অভিষেক টেস্টে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড।
মেলবোর্নে সেই ম্যাচের ১৪১ বছর পরও যে রেকর্ড ভাঙতে পারেননি কেউই। এর চেয়ে মাত্র ৭ রেটিং পয়েন্ট কম নিয়ে এই তালিকার ২ নম্বরে জায়গা করে নিয়েছেন কেভিন ও’ব্রায়েন। তার পরই আছেন বাংলাদেশী ক্রিকেটার আমিনুল ইসলাম।
২০০০ সালে ভারতের বিপক্ষে নিজ দেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন বুলবুল। এই ইনিংসের পর পাশে ৪৩২ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। তাছাড়া এই তালিকায় চার নম্বরে থাকা জিম্বাবুইয়ান ক্রিকেটার ডেভ হটন ১৯৯২ সালে ভারতের বিপক্ষে নিজ দেশের অভিষেক টেস্টে ১২১ রান করেছিলেন।
যা তার নামের পাশে ৪৩১ রেটিং পয়েন্ট এনে দেয়। আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কেভিন ও’ব্রায়েন জায়গা ক্রে নিয়েছেন ৬৭তম স্থানে।