আইপিএল থেকে তামিমদের সঙ্গী নেপালি তারকা

promotional_ad

নেপালি বিস্ময় স্পিনার স্বন্দ্বীপ লামিচান।  মাত্র ১৭ বছর বয়সেই বোলিং ঘুর্নিতে মুগ্ধতা ছড়িয়েছেন। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলে ফেলেছেন একটি ম্যাচে। দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি।


এবার এই নেপালি ক্রিকেটার ডাক পেয়েছেন বিশ্ব একাদশে। আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচে খেলবে বিশ্ব একাদশ। সেই দলেই নেয়া হয়েছে লামিচানকে।


এই তরুণ স্পিনারের অভিজ্ঞতা বলতে ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ। ২০১৬ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ১৫ বছর বয়সেই ১৬ উইকেট শিকার করে সবার নজর কাড়েন তিনি।


promotional_ad

এদিকে, বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ইংলিশ তারকা ইয়ন মরগ্যানের অধিনায়কত্বে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।


তাছাড়াও বিশ্ব একাদশে আছেন  ভারতের টি-২০ সেনসেশন দীনেশ কার্তিক, হার্দিক পাান্ডিয়া, নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাগান, লুক রনচি,  পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক, লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সাথে দলে আছেন আফগান স্পিনার রশিদ খান।


হ্যারিকেনে ক্ষতিগ্রস্থ ওয়েস্ট ইন্ডিজের ৪টি এবং যুক্তরাস্ট্রের একটি ক্রিকেট ভেন্যুর সংস্কার কাজের অর্থের যোগান দিতে প্রীতি এই ম্যাচে কার্লোস ব্রাফেটের নেতৃত্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball